৮৮- আল্লাহ যা দ্বারা দাজ্জাল থেকে হিফাযত করবেন

১৯৯- যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জাল থেকে রক্ষা করা হবে।(৩), অনুরূপভাবে প্রতি সালাতের শেষ বৈঠকে তাশাহহুদের পর তার (দাজ্জালের) বিপর্যয় থেকে রক্ষা পাবার জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে।(১) ............................ (৩) সহীহ মুসলিম ১/৫৫৫, হাদীস নং ৮০৯; অন্য বর্ণনায় এসেছে, সূরা কাহাফের শেষাংশ, ১/৫৫৬, হাদীস নং ৮০৯। (১) দেখুন, এ গ্রন্থের হাদীস নং ৫৫, ও হাদীস নং ৫৬, পৃ.।

API