২২- সাজদাহ’র দো‘আ

৪১-(১) আমার রব্বের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি, যিনি সবার উপরে। (তিনবার)(২) ............................... (২) হাদীসটি সুনানগ্রন্থকারগণ ও ইমাম আহমাদ সংকলন করেছেন। আবূ দাউদ, হাদীস নং ৮৭০; তিরমিযী, হাদীস নং ২৬২; নাসাঈ, হাদীস নং ১০০৭; ইবন মাজাহ, হাদীস নং ৮৯৭; আহমাদ, হাদীস নং ৩৫১৪। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৮৩।

৪২-(২) হে আল্লাহ! আমাদের রব্ব! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হে আল্লাহ! আপনি আমাকে মাফ করে দিন।(৩) ......................... (৩) সহীহ বুখারী, হাদীস নং ৭৯৪; মুসলিম, হাদীস নং ৪৮৪; পূর্বে ৩৪ নং তা গত হয়েছে।

৪৩-(৩) (তিনি/আপনি) সম্পূর্ণরূপে দোষ-ত্রুটিমুক্ত, অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত; ফেরেশতাগণ ও রূহ এর রব্ব।(৪) .......................... (৪) সহীহ মুসলিম ১/৩৫৩, হাদীস নং ৪৮৭; আবূ দাউদ, হাদীস নং ৮৭২। পূর্বে ৩৫ নং এ গত হয়েছে।

৪৪-(৪) হে আল্লাহ! আমি আপনার জন্যই সাজদাহ করেছি, আপনার উপরই ঈমান এনেছি, আপনার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। আমার মুখমণ্ডল সাজদাহয় অবনত সেই মহান সত্তার জন্য; যিনি একে সৃষ্টি করেছেন এবং আকৃতি দিয়েছেন, আর তার কান ও চোখ বিদীর্ণ করেছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ অত্যন্ত বরকতময়।(১) ....................... (১) সহীহ মুসলিম ১/৫৩৪, হাদীস নং ৭৭১ ও অন্যান্যগণ।

৪৫-(৫) পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার, যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব-গরিমা এবং অতুলনীয় মহত্ত্বের অধিকারী।(২) ............................ (২) আবু দাঊদ ১/২৩০, হাদীস নং ৮৭৩; নাসাঈ, হাদীস নং ১১৩১; আহমাদ, হাদীস নং ২৩৯৮০। আর শাইখ আলবানী একে সহীহ আবু দাউদে ১/১৬৬ সহীহ বলেছেন। যার তাখরীজ ৩৭ নং এ চলে গেছে।

৪৬-(৬) হে আল্লাহ! আমার সমস্ত গুনাহ মাফ করে দিন— তার ক্ষুদ্র অংশ, তার বড় অংশ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য ও গোপন গুনাহ।(৩) ............................ (৩) সহীহ মুসলিম ১/২৩০, হাদীস নং ৪৮৩।

৪৭-(৭) হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি থেকে, আর আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আর আমি আপনার নিকটে আপনার (পাকড়াও) থেকে আশ্রয় চাই। আমি আপনার প্রশংসা গুনতে সক্ষম নই; আপনি সেরূপই, যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন।(১) .......................... (১) সহীহ মুসলিম ১/৩৫২, হাদীস নং ৪৮৬।

API