৩৫- দুর্দশাগ্রস্ত ব্যক্তির দো‘আ
১২২-(১) আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি মহান ও সহিষ্ণু। ‘আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি মহান আরশের রব্ব। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি আসমানসমূহের রব্ব, যমীনের রব্ব এবং সম্মানিত আরশের রব্ব।(৩)
...............................
(৩) সহীহ বুখারী, (ফাতহুল বারীসহ) ৭/১৫৪, হাদীস নং ৬৩৪৫; সহীহ মুসলিম ৪/২০৯২, হাদীস নং ২৭৩০।
১২৩-(২) হে আল্লাহ! আমি আপনার রহমতেরই আশা করি। তাই আপনি এক নিমেষের জন্যও আমাকে আমার নিজের কাছে সোপর্দ করবেন না। আপনি আমার সার্বিক বিষয়াদি সংশোধন করে দিন। আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই।(১)
...........................
(১) আবূ দাউদ, ৪/৩২৪, হাদীস নং ৫০৯০; আহমাদ ৫/৪২, হাদীস নং ২০৪৩০। আর শাইখ আলবানী সহীহ আবি দাউদ গ্রন্থে ৩/৯৫৯ এটাকে হাসান হাদীস বলেছেন।
১২৪-(৩) আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, আপনি পবিত্র-মহান, নিশ্চয় আমি যালিমদের অন্তর্ভুক্ত।(২)
..........................
(২) তিরমিযী ৫/৫২৯, হাদীস নং ৩৫০৫; হাকেম এবং তিনি একে সহীহ বলেছেন, যাহাবী সেটা সমর্থন করেছেন, ১/৫০৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৬৮।
১২৫-(৪) আল্লাহ! আল্লাহ! (তিনি) আমার রব্ব! আমি তাঁর সাথে কোনো কিছু শরীক করি না।(৩)
............................
(৩) হাদীসটি সংকলন করেছেন, আবূ দাউদ, ২/৮৭, হাদীস নং ১৫২৫; ইবন মাজাহ, হাদীস নং ৩৮৮২। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ২/৩৩৫।