১০৬- আনন্দদায়ক অথবা অপছন্দনীয় কিছুর সম্মুখীন হলে যা বলবে
২১৮- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনন্দায়ক কোনো বিষয় আসত তখন তিনি বলতেন, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যার নি‘আমত দ্বারা সকল ভাল কিছু পরিপূর্ণ হয়।
আর যখন তার কাছে অপছন্দনীয় বিষয় আসত, তখন তিনি বলতেন, সকল অবস্থায় যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য।(১)
..............................
(১) হাদীসটি সংকলন করেছেন, ইবনুস সুন্নী, আমালুল ইয়াওমি ওয়াল-লাইলাহ, হাদীস নং ৩৭৭; হাকেম এবং তিনি একে সহীহ বলেছেন, ১/৪৯৯। আর শাইখ আলবানী তার সহীহুল জামে‘ ৪/২০১।