১০১- মুসাফিরের জন্য মুক্বীম বা অবস্থানকারীর দো‘আ
২১২-(১) আমি আপনার দীন, আপনার আমানত (পরিবার-পরিজন ও ধন-সম্পদ) এবং আপনার সর্বশেষ আমলকে আল্লাহর হেফাযতে রাখছি।(১)
...................................
(১) আহমাদ ২/৭, ৪৫২৪, তিরমিযী ৫/৪৯৯, হাদীস নং ৩৪৪৩। আর শাইখ আলবানী একে সহীহু সুনানিত তিরমিযীতে ৩/৪১৯ সহীহ হাদীস বলেছেন।
২১৩-(২) আল্লাহ আপনাকে তাকওয়ার পাথেয় প্রদান করুন, আপনার গুনাহ ক্ষমা করুন, আর যেখানেই থাকুন না কেন আপনার জন্য কল্যাণকে সহজ করে দিন।(২)
.............................
(২) তিরমিযী, হাদীস নং ৩৪৪৪; আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫৫।