১১৫- হজ বা উমরায় মুহরিম ব্যক্তি কীভাবে তালবিয়াহ পড়বে
২৩৩- আমি আপনার দরবারে হাযির, হে আল্লাহ! আমি আপনার দরবারে উপস্থিত। আমি আপনার দরবারে হাযির, আপনার কোনো শরীক নেই, আমি আপনার দরবারে উপস্থিত। নিশ্চয় সকল প্রশংসা ও নেয়ামত আপনার, আর রাজত্বও। আপনার কোনো শরীক নেই।(২)
.............................
(২) সহীহ বুখারী ৩/৪০৮, হাদীস নং ১৫৪৯; সহীহ মুসলিম ২/৮৪১, হাদীস নং ১১৮৪।