৬১- বায়ূ প্রবাহিত হলে পড়ার দো‘আ
১৬৬-(১) হে আল্লাহ! আমি আপনার নিকট এর কল্যাণ চাই। আর আমি আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই।(1)
...............................
(1) আবূ দাউদ ৪/৩২৬, হাদীস নং ৫০৯৯; ইবন মাজাহ্ ২/১২২৮, হাদীস নং ৩৭২৭। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ ২/৩০৫।
১৬৭-(২) হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করি এর কল্যাণ, এর মধ্যকার কল্যাণ এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার কল্যাণ। আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে, এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে।(2)
.................................
(2) মুসলিম, আর শব্দ তারই, ২/৬১৬, হাদীস নং ৮৯৯; বুখারী, ৪/৭৬, হাদীস নং ৩২০৬ ও ৪৮২৯।