৬৯- খাওয়ার পূর্বে দো‘আ

১৭৮-(১) যখন তোমাদের কেউ আহার শুরু করে তখন সে যেনো বলে, আল্লাহর নামে। আর শুরুতে বলতে ভুলে গেলে যেন বলে, এর শুরু ও শেষ আল্লাহর নামে।(১) ............................... (১) হাদীসটি সংকলন করেছেন আবূ দাঊদ ৩/৩৪৭, হাদীস নং ৩৭৬৭; তিরমিযী, ৪/২৮৮, হাদীস নং ১৮৫৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ২/১৬৭।

১৭৯-(২) যাকে আল্লাহ কোনো খাবার খাওয়ায় সে যেন বলে, হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য আহার করান। আর আল্লাহ কাউকে দুধ পান করালে সে যেন বলে: হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং আমাদেরকে তা থেকে আরও বেশি দিন।(২) .................................. (২) তিরমিযী ৫/৫০৬, হাদীস নং ৩৪৫৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫৮।

API