৬৩- বৃষ্টি চাওয়ার কিছু দো‘আ

১৬৯-(১) হে আল্লাহ! আমাদেরকে এমন বৃষ্টির পানি দান করুন যা সাহায্যকারী, সুপেয়, উর্বরকারী; কল্যাণকর, ক্ষতিকর নয়; শীঘ্রই, বিলম্বে নয়।(২) ................................. (২) আবূ দাউদ, ১/৩০৩, হাদীস নং ১১৭১। আর শাইখ আলবানী সহীহ আবি দাউদে একে সহীহ বলেছেন, ১/২১৬।

১৭০-(২) হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দিন। হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দিন। হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দিন।(১) ......................... (১) সহীহ বুখারী ১/২২৪, হাদীস নং ১০১৪; সহীহ মুসলিম ২/৬১৩, হাদীস নং ৮৯৭।

১৭১-(৩) হে আল্লাহ! আপনি আপনার বান্দাগণকে ও জীব- জন্তুগুলোকে পানি পান করান, আর আপনার রহমত বিস্তৃত করুন এবং আপনার মৃত শহরকে সজীব করুন।(২) .............................. (২) আবূ দাউদ ১/৩০৫, হাদীস নং ১১৭৮। আর শাইখ আলবানী তাঁর সহীহ আবি দাউদে একে হাসান বলেছেন, ১/২১৮।

API