৭০- আহার শেষ করার পর দো‘আ

১৮০-(১) সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ আহার করালেন এবং এ রিযিক দিলেন যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায়, ছিল না কোনো শক্তি-সামর্থ্য।(৩) ............................. (৩) হাদীসটি নাসাঈ ব্যতীত সকল সুনান গ্রন্থকারগণ সংকলন করেছেন। আবূ দাউদ, হাদীস নং ৪০২৫; তিরমিযী, হাদীস নং ৩৪৫৮; ইবন মাজাহ, হাদীস নং ৩২৮৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৫৯।

১৮১-(২) আল্লাহর জন্যই সকল প্রশংসা; এমন প্রশংসা যা অঢেল, পবিত্র ও যাতে রয়েছে বরকত; [যা যথেষ্ট করা হয় নি], যা বিদায় দিতে পারব না, আর যা থেকে বিমুখ হতে পারব না, হে আমাদের রব্ব!(১) ................................ (১) সহীহ বুখারী ৬/২১৪, হাদীস নং ৫৪৫৮; তিরমিযী, আর শব্দটি তারই, ৫/৫০৭, হাদীস নং ৩৪৫৬।

API