১৭- রুকূর দো‘আ

৩৩-(১) আমার মহান রব্বের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি (তিনবার)(২) (২) সুনানের গ্রন্থাকারগণ ও আহমাদ হাদীসটি উদ্ধৃত করেছেন। আবূ দাউদ, হাদীস নং ৮৭০; তিরমিযী, হাদীস নং ২৬২; নাসাঈ, হাদীস নং ১০০৭; ইবন মাজাহ্‌, হাদীস নং ৮৯৭; আহমাদ, হাদীস নং ৩৫১৪। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৮৩।

৩৪-(২) হে আল্লাহ! আমাদের রব্ব! আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আপনার প্রশংসাসহ। হে আল্লাহ! আপনি আমাকে মাফ করে দিন।(১) ........................ (১) সহীহ বুখারী ১/৯৯, হাদীস নং ৭৯৪; সহীহ মুসলিম ১/৩৫০, হাদীস নং ৪৮৪।

৩৫-(৩) (তিনি/আপনি) সম্পূর্ণরূপে দোষ-ত্রুটিমুক্ত, অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত; ফেরেশতাগণ ও রূহ এর রব্ব।(২) ..................... (২) সহীহ মুসলিম ১/৩৫৩, হাদীস নং ৪৭৪; আবূ দাউদ ১/২৩০, হাদীস নং ৮৭২।

৩৬-(৪) হে আল্লাহ! আমি আপনার জন্যেই রুকু করেছি, আপনার উপরই ঈমান এনেছি এবং আপনার কাছেই আত্মসমর্পণ করেছি। আমার কান, আমার চোখ, আমার মস্তিষ্ক, আমার হাড়, আমার পেশী, সবই আপনার জন্য বিনয়াবনত। [আর যা আমার পা বহন করে দাঁড়িয়ে আছে (আমার সমগ্র সত্তা) তাও (আপনার জন্য বিনয়াবনত)](৩) ............................ (৩) সহীহ মুসলিম ১/৫৩৪, হাদীস নং ৭৭১; তাছাড়া চার সুনান গ্রন্থকারগণের মধ্যে ইবন মাজাহ ব্যতীত সবাই তা উদ্ধৃত করেছেন। আবূ দাউদ, হাদীস নং ৭৬০, ৭৬১; তিরমিযী, হাদীস নং ৩৪২১; নাসাঈ, হাদীস নং ১০৪৯; তবে দুই ব্রাকেটের অংশ ইবন খুযাইমার শব্দ, হাদীস নং ৬০৭; ইবন হিব্বান, হাদীস নং ১৯০১।

৩৭-(৫) পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার, যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব-গরিমা এবং অতুলনীয় মহত্ত্বের অধিকারী(১) ............................ (১) আবূ দাউদ ১/২৩০, হাদীস নং ৮৭৩; নাসাঈ, হাদীস নং ১১৩১; আহমাদ, হাদীস নং ১৩৯৮০। আর তার সনদ হাসান।

API